JOIN BANGLADESH ARMY
NEWS & UPDATES
12/12/2023
@notice
৮২তম ডিএসএসসি (এএমসি), ৬৮তম ডিএসএসসি (এডিসি), ৫৯তম বিএমএ স্পেশাল (সিগন্যালস্/ইএমই/এইসি), ৫২তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি), ৩৬তম ডিএসএসসি (জেএজি) এবং ৬১তম এসএসসি (জিএল) কোর্সের যোগদান নির্দেশিকা প্রদান (১৫ ডিসেম্বর ২০২৩)
আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখে ৮২তম ডিএসএসসি (এএমসি), ৬৮তম ডিএসএসসি (এডিসি), ৫৯তম বিএমএ স্পেশাল (সিগন্যালস্/ইএমই/এইসি), ৫২তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি), ৩৬তম ডিএসএসসি (জেএজি) এবং ৬১তম এসএসসি (জিএল) কোর্সে চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ’র যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী প্রয়াস অডিটোরিয়াম, ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
প্রয়াস অডিটোরিয়াম, ঢাকা সেনানিবাস এর গুগল ম্যাপ লিংকঃ https://maps.app.goo.gl/giFCpw5oEduRxQJY6