07/08/2024
@notice
৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি, ৩৭তম জেএজি এবং ৮৪তম এএমসি কোর্সের অনলাইন আবেদন ও লিখিত পরীক্ষার তারিখ বর্ধিত/সংশোধন করণ প্রসঙ্গে

১। বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে অনেক প্রার্থীগণ আবেদন করতে ব্যর্থ হয়েছেন। এ প্রেক্ষিতে ৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি, ৩৭তম জেএজি কোর্সসমূহের অনলাইন আবেদনের সময়সীমা ১৭ আগস্ট ২০২৪ এবং ৮৪তম এএমসি কোর্সের অনলাইন আবেদনের সময়সীমা ২৩ আগস্ট ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হলো।

২। অনিবার্য কারণবশতঃ ৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি এবং ৩৭তম জেএজি এর লিখিত পরীক্ষা আগামী ২৩ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

৩। অনিবার্য কারণবশতঃ ৮৪তম এএমসি কোর্সের এর লিখিত পরীক্ষা আগামী ৩০ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।